শকুন
ফ্রানৎজ কাফকা
অনুবাদ: অর্ক চট্টোপাধ্যায়
শকুনটা আমার পা
কামড়ে ধরে ছিল। ততক্ষণে ও আমার জুতো-মোজা ফালাফালা করে পা'টাকে ছিঁড়েখুঁড়ে দিতে শুরু করেছে। বারবার ঠোক্কর দিচ্ছিলো পায়ে আর আমার চারপাশে অস্থিরভাবে ঘোরাঘুরি করছিলো। তারপর আবার
ফিরে এসে কাজে লেগে পড়ছিলো। এক ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছিলেন। আমায় দেখে দাঁড়িয়ে
গেলেন। জিজ্ঞাসা করলেন, কেন আমি
শকুনটাকে সহ্য করছি।
আমি বললাম, "আমি অসহায়", "যখন
ও এসে আক্রমণ করলো, আমি তাড়াবার অনেক চেষ্টা করেছিলাম। এমনকি ওর গলা টিপে ওকে মারতেও গিয়েছিলাম। কিন্তু এইসব প্রাণীরা খুব শক্তিশালী। যখন ও আমার
মুখের দিকে লাফ দিলো, আমি ভাবলাম
মুখের থেকে পা ভালো। এখন তো পা'টাকে
প্রায়
এফোঁড়ওফোঁড় করে
দিয়েছে।"
"ভাবা
যায়! তা বলে এভাবে নিজেকে
যন্ত্রণা পেতে দিচ্ছেন, আবার
সেটা দেখছেনও?", "একটা গুলি, ব্যাস,
কাম তামাম।"
"সত্যি?
আপনি করবেন?" আমি বললাম।
ভদ্রলোক বললেন, "অবশ্যই, শুধু বাড়ি গিয়ে
বন্দুকটা আনতে হবে। আপনি আধ ঘন্টা অপেক্ষা করতে পারবেন?"
আমি বললাম, "শিওর নই"; তারপর এক
মুহূর্তের জন্য ব্যাথায় মুখ
বুজে এল। বললাম, "তাও
চেষ্টা করে দেখুন, প্লিজ।"
"বেশ",
ভদ্রলোক বললেন, "আমি যত তাড়াতাড়ি সম্ভব ফেরার চেষ্টা করবো।"
আমরা যখন কথা
বলছিলাম, শকুনটা শান্ত হয়ে শুনছিলো। একবার
আমার দিকে, আরেকবার ভদ্রলোকের দিকে তাকাচ্ছিলো। ভদ্রলোক চলে
যাওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম, ও আমাদের সব কথা বুঝেছিলো। শকুনটা এবার ডানা মেললো, শক্তি সঞ্চয় করার জন্য পেছনের দিকে অনেকটা কাত হয়ে গেল আর তারপর বল্লমবীরের মতো, তার লম্বা ঠোঁটটা আমার মুখের ভেতর ঢুকিয়ে দিলো।
পেছনের দিকে পড়ে যেতে যেতে আমি এই ভেবে নিশ্চিন্ত হলাম যে ও চিরতরে আমার রক্তের
ভেতর ডুবে যাচ্ছে আর সেই রক্ত সকল গভীর ভরে দিচ্ছে; উপচে
দিচ্ছে সমস্ত সমুদ্রতীর।
এতো সাবলীল অনুবাদ, পুরো প্রাণ কেঁপে ও ভেসে গেল। গল্পটি দারুণ
ReplyDelete"The Vulture"র প্রথম ভাষান্তর পড়েছিলাম মনোজ চাকলাদারের অনুবাদে।আজ অর্কর টা পড়লাম-দুটোই দুভাবে ভালো কাজ হয়েছে।
ReplyDeleteঅনুবাদটা ভালো লাগল। বেশ সাবলীল। প্রসঙ্গত, কাফকার গল্প নামে আমারও একটা অনুবাদের ক্ষুদ্রাকার পুস্তিকা আছে। পুনরুত্থান থেকে বেরিয়েছিল ২০০০ সালের কলকাতারে বইমেলায়। তাতে এই গল্পটাও ছিল। আমার ধারণা আমার অনুবাদের থেকে এটা একটু হলেও এগিয়ে। তাই শুভেচ্ছা অনুবাদককে।
ReplyDelete