Pages - Menu

Wednesday, September 28, 2016

বিশ্বরূপ দে সরকার (পর্ব ৩)

তুষ্টি ভট্টাচার্য :-  নিজের পরিবারের যেমন পূর্ণ সমর্থন পেয়েছেন পত্রিকার জন্য তেমন করে আর কার কার সাহায্য বা পরামর্শ সমৃদ্ধ হয়ে উঠেছে মধ্যবর্তী?  আজ কিছু বিরোধিতাও কি আপনার হাত টেনে ধরতে চাইছে?
বিশ্বরূপ দে সরকার :- পত্রিকা পরিবারের সকলেই গত ২৭ বছর ধরে লাগাতারভাবে পাশে থেকেছেন। ওঁদের জন্যই মধ্যবর্তী এই পর্যন্ত আসতে পেরেছেআলাদা ভাবে বিশেষ বিশেষ মানুষের ভূমিকা তো কম বেশি থাকতেই পারে যখন পত্রিকা নিয়ে গবেষণা হবে আগামী দিনে তখন তাঁরা ভাববেন আমি আর আলাদা ভাবে বলছি না। তবে আজ একটা কথা স্বীকার করব আমার ৮২ বছরের মা,  এখন বিছানায় শয্যাশায়ী গত ২ বছর ধরে বিছানায় শুয়ে থাকতে থাকতে ছোট হয়ে কুঁকড়ে গেছেন। কথা বলতে পারেন নাকিন্তু তার পেনশনের টাকা থেকে প্রতি মাসে ৩০০০ টাকা রেগুলার পত্রিকার ফান্ডে জমা হয় মা আগাগোড়া আমাকে এই টাকাটা দিয়ে আসছেন। এই কথাটা আজ অবধি কেউ জানে না এইরকম নীরবে,  নিভৃতে সমর্থন খুবই কম পাওয়া যায়আগেই বলেছি আমাদের পত্রিকা এইরকম কিছু মানুষের সাহায্যেই চলে আর বিরোধীতা কোন ভালো কাজের পেছনে থাকে না বলুন! নিম্নমেধার মানুষদের কাছ  থেকে ঈর্ষা ও অহং ছাড়া কোন আবেগই তো খুঁজে পাই না কোনো বড় কাজ হতে দেখলে এদের মাথার ঠিক থাকে না

তুষ্টি :- কবি ও সম্পাদক এই দুই সত্ত্বার মধ্যে কোন জনকে আপনি প্রাধান্য দেবেন? এদের মধ্যে বিরোধ হলে কাকে প্রথম গুরুত্ব দেবেন? এই দুই সত্ত্বাকে এক সঙ্গে সামলানই বা কী করে?

বিশ্বরূপ দে সরকার :- আমার জীবনে কবিতাটাই আগে। আমার প্রথম ভালবাসা। নিজেদের কবিতা প্রকাশ করবার জন্যই তো প্রথমে পত্রিকা বের করেছিলাম বন্ধুরা সবাই মিলে। তখন আমাদের প্রো-হাংরি বলত সবাই। আমি বলছি ৮৯ সালের কথা। কেউ আমাদের লেখা চাইত না। কোনো কবিতার আসরে আমাদের লেখা পাঠ করতে দিতে ভরসা পেত না। সুতরাং নিজেদের লেখা ছাপানোর তো একটা জায়গা চাই। চলো পত্রিকা। সেই ঝাঁপিয়ে পড়া। কবে যে একদম পূর্ণ সময়ের ভাষাকর্মী হয়ে উঠলাম আজ ভাবতেই পারিনা। চাকরি করবো না শুধু লিখব  আর পত্রিকা করবো। এখন আর কোনোটাকে আলাদা করতে পারছি না। অবিচ্ছিন্ন হয়ে গেছি। যখন কয়েক বছর লিখতে পারিনি তখনও কিন্তু কোনো ছেদ অনুভুত হয় নি পত্রিকার সর্বক্ষণের কর্মী হিসেবে মনে হত আমি লেখার মধ্যেই আছি। লেখা নিয়েই তো আছি! কবিতাটা সারা জীবন লেখার চেষ্টা করে যাবো। না পারলে না পারাটাই লিখে যাবো বলে মনে হয় এখন। অক্ষমতাও তো এক রকমের শক্তি।


No comments:

Post a Comment