অগ্নিসোম
দূর থেকেই দাবানল
সুন্দর। বলছি—'চুলে
আগুন জ্বালাবার'
কিংবদন্ত
তরুণ কবি হে, নিজের সমান বরফের চাঁই ও ভুল উৎসর্গের
পাণ্ডুলিপি নিয়ে আক্ষেপ
করো না৷ ওতে সাগর-দক্ষিণে লঘুচাপ হয়
লোকালয়ে বাড়ে
মাছবৃষ্টি৷ শান্ত হও চেলোবাদক
রেত ও অপভ্রংশ নিয়েও
একটা জীবন কাটিয়ে দেয়া যায়
যে নারী আলগোছে কেটে
নিলো শব্দের আলজিভ
তুমি ঢুকে পড়লে ঝাপসা ও
হলুদ হতে থাকা ১টা ফুলদানির মর্মস্থলে
মুক্তি দাও তারে গূঢ়
অনুচ্চে
অধিক চিৎকারে প্রেমের
পালক খসে পড়ে, জ্ঞাপনে
আত্মার ধ্যান...
No comments:
Post a Comment