দুর্ভাবনা
শিশিরে
ভিজে আছে পিয়াল আর মেহগনি গাছ।
ডেনিমে
আটকে আছে কড়ইয়ের ভেজা পাতা।
অযথাই
আমার শীতবোধ প্রকাশ পাচ্ছে আজ;
বান্ধবী
টুপি দিয়ে ঢেকে ফেলছে তার হাসিমুখ।
ইচ্ছা
হয় গৃহী হব
ভয়
হয় গৃহী হব
বদলাবে
দিন
অতিরিক্ত
ক্লান্ত হব,
যেমন, দরদালানের
ভিতর
উত্তপ্ত
হয়ে ওঠা কুলিং মেশিন।
No comments:
Post a Comment