ভোরের
আঘ্রাণ....
সিথানের কাছে কিছু কথা
রেখে
সুবেসাদেকে গত হবে চাঁদ
আমাদের হরদম আলাপের ঘোরে
জানি রচিবে না কোনো এলেজি
তবু এ মরণ বারবার দিক ভুলে
চলে আসবে সিথানের পাশে
হৃদয়যন্ত্রণা সব উপসম বটিকা
চেটে নেবে গোগ্রাসে
হো হো শব্দে তখন হেসে উঠবেন মুয়াজ্জিন
সুবেসাদেকে গত হবে চাঁদ
আমাদের হরদম আলাপের ঘোরে
জানি রচিবে না কোনো এলেজি
তবু এ মরণ বারবার দিক ভুলে
চলে আসবে সিথানের পাশে
হৃদয়যন্ত্রণা সব উপসম বটিকা
চেটে নেবে গোগ্রাসে
হো হো শব্দে তখন হেসে উঠবেন মুয়াজ্জিন
চারিদিকে ভোর ফোটার
অপেক্ষা লয়ে
আমরা জীবন পাব আরেকটা দিন
আমরা জীবন পাব আরেকটা দিন
No comments:
Post a Comment