বদলানো
গারবেইজ বিনের পাশে
একটা ভাঙাচোরা লনমোয়ার
পড়ে আছে
এইখান থেকে কবিতা শুরু
হয়
আমরা থেমে থাকি
বৃষ্টি পড়ছে
বদলে যাচ্ছে বেলমন্ট স্ট্রিট
স্টেরিও বাজানো টিনেজার
পেরিয়ে গেলো বিকেলের ট্র্যাফিক
প্যাসেঞ্জার সিটে
একটা কুকুর
তুলতুলে, সুখী চেহারার
কোনো তাড়া নাই আমার
আমি বৃষ্টিতে ভিজছি
আমরাও বৃষ্টিতে ভিজছি
আমার চেহারাগুলো
ভাঙা
আয়নায়
বৃষ্টি হচ্ছে
উইন্ডশিল্ড ভেঙে, চেহারায়
ট্রমা
স্টেরিও বাজাচ্ছে ওরা
আমার চেহারাগুলো খুব বদলে
যেতে থাকে
No comments:
Post a Comment