Pages - Menu

Wednesday, September 28, 2016

ফয়সাল আদনান

চতুর্থ সেলাইয়ের নিচে লেখা গান
                     
এইসব রাতে নিজের জন্য অনেক করুণা নিয়ে বেঁচে থাকো
তর্কযুদ্ধের শেষে জমা রেখে যাও তোমার ধারালো শস্ত্র
আর বুকচেরা অনর্থের নিচে ফিরে পাও সম্বিৎ তোমার
মৃদু চিৎকারের নিচে নিশ্চয় চাপা পড়ে আছে আঙুল
তার গাঢ় ভাঁজে গোনো এই খুনের নামতা, চতুর্থ সেলাইয়ের চিহ্ন
পৃথিবীতে আজ শুধু ধাতব গান, আর তার ভেতরে প্রাসঙ্গিকগর্জন
যেন কোন সুপ্ত শিশু প্রথম ঘুমের শেষে মাতৃ জঠরে জেগে উঠল
যেন তার আগমন ধ্বনি এই রাতে অনেক করুণা নিয়ে পৌঁছুল
এইসব রাতে তাই কান পাতো, গোন ফুল যখন মৃত্যুই গন্তব্য
এই রক্ত হোলির নিচে হাহাকার আছে, আছে মিনার ও মোটিফ
করোটিতে ধরো এ অজস্র শুক্রাণু আর ঢেলে দাও মাতৃগর্ভে,
সাইরেন বেজে উঠুক, ভেঙে পড়ুক সারৎসার ধাতব চিৎকারে
ধুলো হয়ে যাক মিনার ও মোটিফ, অনেক করুণা নিজের ভেতরে
ধরে, এইসব ভয়াল রাতে তুমি বেঁচে থাকো, করুণ ও অপ্রয়োজনে।






No comments:

Post a Comment