স্থিরচিত্র
০।।
এমনিভাবে প্রকাশ ভয়ে লুকিয়ে ফেলছি প্রচন্ড বিষাদ। সময়ের আগে শীত চলে যাওয়ার
দুর্ভাবনায়
পশমের পোশাকের মেলে ধরা রঙেদের আগুন -
অনেক। অনেক আগুন।
আসলে মৃত্যু
বললে একটা সাদা খাতাকেই বোঝায়। জন্ম শুধু অক্ষরমালা।
১।। চলে যাওয়ার
পিছনে রয়ে যাচ্ছে ফিরে আসা। এমনটা হলফ করে বলা যায় না/ যায়।
উচ্ছাস
ভেঙ্গে বেরিয়ে আসছে সুক্ষ্ম একা এবং একারা। দাঁড়িয়ে উঠছে আয়নায় সখের দোসর।
এখন তুলি
ভেজাই বরং। রঙেদের প্রতিস্থাপন এখন সংখ্যা নির্ভর।
২।।ঘুম থেকে
ওঠাই নাকি জেগে ওটা। এমনটা ধরে নিয়ে রোজ ঘুমিয়ে পড়াই অভ্যাসে থাকছে।
আলাপচারিতা
থেকে নরম উষ্ণতা স্রোত তখন হাঁটু জল। যে আমি জাগিনি একটিও সূর্যদোয়।
আমাকেই বুনে
যেতে হবে গঠনমূলক আত্মকথন।
কথন থেকে
আত্ম মুছে নিলাম।
No comments:
Post a Comment