Pages - Menu

Wednesday, September 28, 2016

কাজল সেন

ঝুরোকবিতা সিরিজ

(৮৮)      

মতের অমিল হলেই বিনিময় করি মতামত
যত মত তত পথ
যত বাসাবাড়ি তত বসতবাড়ি
এখানে কোনো বাড়াবাড়ি নেই নিষিদ্ধ দুপুরে
তুমি হাসলে আর আমি তাই গেলাম ফাঁকতালে
এতটা আদর কি ভালো যতটা তোমার আলো
রয়ে সয়ে বসে বসে আমার রাত্রি এলো


(৮৯)    

দিনের শেষে ঘুঙুরতলা
রাতের শেষে বিবস্ত্র গাছ
কোথায় তুমি রাখবে বলো
তোমার সতেজ স্তনাভার
ঝিলিমিলিতে ঝিলমিল এখন চোখের তারা
একটানা বেজেই চলেছে পাখোয়াজ
আজ না হয় কাল
তুমি এসে দেখে যেতেই পারো
আমার গোপন সংরক্ষিত অভ্যাস



No comments:

Post a Comment