কিলাসমেট
বাড়ির পাশে কাবরাপাড়া
সূর্য আমার কিলাসমেট
আমার নেইম চান
একসাথে খেলিÑমাছ ধরি,
ঘুমাইÑঘুড়ি উড়াইÑসাইকেল চড়ি
কেউ ওরে মুচি কলি সেরাম খারাপ লাগে!
বড়দিঘিÑএকজন বান্ধবীকে নিয়েÑ
দুজনে সাঁতার কাটি!
খুব ভালো লাগে—মাঝে মাঝে
ঝগড়া তুমুল
আবারও একসাথে
ওরাই শুয়োর পোষে
আমরা ছাগল
সূর্য আমাদের বাড়ি আলি পানি খায়
আমিও ওদের বাড়ি গিলি জল পান করি
এখন আমরা ইশকুল থেকে মাধ্যমিকে
বড় ক্লাসরুম, বড় বড় ছাত্রী,
বড় ব্লাকবোর্ড
বড় হতে হতে আমাদের মধ্যে যেন
শুয়োর আর ছাগল ঢুকে পড়ে!
তখন কোথাও মানুষ খুঁজে পায়নে!
নতুন ভাবনার আর একজনকে খুঁজে পেলাম । ভালো লাগল
ReplyDeletekaka kaka.....lovely..... hebi laglo guru
ReplyDelete