Pages - Menu

Wednesday, September 28, 2016

সঞ্জীব চট্টোপাধ্যায়

কল্পতরু

এই যে এখান থেকেই শুরু হল
                    আমার কবিতা
আর এই লাইনে এসে যদি শেষ করি
তুমি কি একে কবিতা বলবে না?

ঘুমিয়ে পড়লে সব কবিতাই বাসী হয়ে যায়
আমার কফিন তুলে অতৃপ্ত দশক সাজিও না
পড়ো আর মুক্তি দাও। পড়ো আর মুক্তি দাও....

একটি করে নুড়ি তুলে আনছ কাক ভাবছে পাথর।
তুমি বলে দিচ্ছ ওই রুপা ও ভাবছে এই সোনা
চব্বিশ ক্যারেট এর অলঙ্কারে
খাদের পরিমাণ ব্যবসায়ী ছাড়া কেউ জানে না
কাক কা কা শব্দে দিনকরণ করছে
নুড়ি ফেলে জল উপরে আনার থেকে
স্ট্র-তেই ভরসা রাখছে ঝাড়ুদার পাখিটি
জলবন্টন চুক্তিমত
কাকের শরীর কল্পতরু হয়ে উঠছে।

যখন রাতের মধ্যেও কথা বলতে চায় কলম
মনে হয় কলার চেপে দু থাপ্পড় মেরে ঢাকনা বন্ধ করি
ধড়িবাজ কলম এ হাত থেকে ও হাতে যেতেই থাকে
কলম চেনে হাতের রেখা। আচমন জল।
আসন শুদ্ধিকরণ, সূর্য প্রণাম।

তারপর বাকী থাকে শুধু ভোগ বিতরণ।


1 comment: