Pages - Menu

Wednesday, September 28, 2016

ডাল্টন সৌভাত হীরা

কুকুর
কুণ্ডলী পাকিয়েছি তাই
কুকুরের জীবন এখানে
এ লজ্জা চারপাশে পুষে
কুকুরের ম
তো লেজ নাড়ি।

আমার
তো সারাগায়ে ক্ষত
জো
কেরা রক্ত খেয়ে যায়
হা
সফাস আটকায় শ্বাস।
কুকুরের জীবন এমন।

কু
ণ্ডলী পাকিয়ে ঘুমাই
ঘুমিয়ে স্বপ্ন দেখি আর
দেশী নেড়ি কুত্তা আমিই
লেজ নেড়ে খুঁ
জি মাস্টার।

কুকুরের জীবন এমন
আমি তার প্রাকটিস করি।
পুড়ে পুড়ে দেহে আর
ঘাও।

ঈশ্বর অনুরোধ করি।
কুত্তার জীবন বানাও।



No comments:

Post a Comment