Pages - Menu

Wednesday, September 28, 2016

তারকনাথ দোলই

হিমালয়

অপরাহ্ন। শেষ বেলার ছায়া
পাদদেশে তখনও মৃদু উষ্ণতা

হিমালয়ের দেশে ছড়িয়ে থাকা পর্যাপ্ত আলো  
আমার এই বর্তমান অবস্থায় কিঞ্চিৎমাত্র মুগ্ধ।

হিমালয়ের দেশ

কতো প্রাণায়ামের শ্বাস, বীর্যবান পুরুষের
সংযমী কণ্ঠস্বর
মায়ের ত্যাগের মহিমায়
শংকরাচার্যের আচার্য সন্ন্যাস।

সেই বৃক্ষের ডালে ক্রৌঞ্চ আর ক্রৌঞ্চির বাস
উইঢিপির সৃষ্টিলতার শাখা- প্রশাখায়...

আজ তার ছায়া, আমার ছায়ায় মিশে গেছে
অবশিষ্টটুকু ভেসে বেড়ায় তার

সনাতন শাশ্বত ডানায়


No comments:

Post a Comment