Pages - Menu

Wednesday, September 28, 2016

সোনালি বেগম

হাওয়ার তরঙ্গে

অরুণাচল প্রদেশের কামেং নদীই
               ভালুকপং-এ বয়ে যাচ্ছে জিয়াভরালি নামে ।
হাওয়ার তরঙ্গে অর্কিড রিসার্চ সেন্টার
বৈজয়ন্তীমালা ঝরনার নীল জল
৫০০০ ফুট উচ্চতায় ‘জিরো’-র রাস্তা ধরেই
         ক্রমে টেঙ্গা আর রূপা ভ্যালি ।
বমডিলা-য় মনপা উপজাতির আপেলবিক্রেতা সেই মেয়েটি
সাংতি ভ্যালির টক-মিষ্টি কিউয়ি
নিহত সৈনিকদের স্মৃতিফলক
              অদূরে নিঃশব্দ বরফসাদা পাহাড় ।
নির্মেঘ আকাশ –– বুক চিরে উচ্ছল দিরাং নদী
সশব্দ জলে অপরূপ রামধনুর কোলাজ
               ছড়িয়ে পড়ছে...



শিলালেখ

আক্ষরিক দর্পণ আলোড়িত সমর্পণ
যুক্তিনির্ভর বিবর্তন-সীমানায় বিপ্লব অবগাহন ।
ছায়াচ্ছন্ন তরঙ্গ আলোড়িত জলপ্রপাত
দুঃসাহসিক শিলালেখ গিরিগুহাগাত্রে
শব্দসজ্জা ভাষাশিল্প
ভরকেন্দ্রে কথোপকথন ক্লান্তিহীন প্রাণশক্তি
বেদনা বা প্রত্যাশা নয়
দিগবলয়-আশ্রিত শুভ-উদযাপন
উত্তরণপথ মুক্তির উল্লাস বিকীর্ণ জ্যোতির্বলয়
আসন্ন সূর্যোদয় অনতিদূর স্রোতস্বিনী নদী ।


কারুকাজ

চড়াই-উৎরাই পাহাড়ি কারুকাজ
রাস্তা-নির্দেশ হিমবাহের ঢাল
সূর্যোদয় সূর্যাস্তের দৃশ্যে –––
কৌতুকপ্রিয় রঙিন ছাতা
নীচে গভীর খাদ
হয়তো প্রস্তরমূর্তি ইতিহাস আভাসিত
লুন্ঠিত নগর আক্রমণ
প্রাগ-ঐতিহাসিক মর্মরমূর্তির ধ্বংসস্তূপ
কয়েক হাজার বছর জীবনযাপন
  
       


1 comment: