Pages - Menu

Wednesday, September 28, 2016

পলাশ কুমার পাল

মানুষ 

এক-একটা ঘর।

আকাশে মেঘ হলেই
পাল্লারা বন্ধ;
অন্ধকারে চোখ আর সহবাস।

বলাকা না-হওয়া ক্ষণ
উঁকিতে দেখাশোনা তর্জন-গর্জন।
আয়েসে খিচুরি চাটে
দুর্ভিক্ষ মন...

এক-একটা ঘর।
চোখ আর চোখে
কৃত্রিম আলোরা তখন সত্য-তোরণ।


মানুষ 

পেপার উল্টে যাওয়া চোখ
আর
পেয়ালাতে চুক্ চুক্ ঠোঁট।
শব্দ থেকে শব্দ
চুমুক থেকে চুমুক শেষ হলে
        বাঁকা শিরদাঁড়া ও সমালোচনা।

ব্যাস।

নিত্যদিন
গোয়ালে সহবাস আর নিরামিষ...
পেছনে প্রস্রাব করে
অবলা হুঁশ।


No comments:

Post a Comment