Pages - Menu

Wednesday, September 28, 2016

দিব্যেন্দু স্বর্ণকার

অ্যান ইভনিং ইন প্যারিস

ব্যাগ থেকে ধ্বনিত ফ্ল্যাটবাড়ি প্যারিসের
সন্ধ্যায় নীল হাতে ভিখিরি আর স্বপ্নদের প্রকাশ্য
চুম্বনে টং আইফেল নতরদাম গির্জার মুখে
মায়া সভ্যতার স্তব্ধতায় উদাসীন কী রং বা
কী সময়ে বাঁধব কোন জাদুস্পর্শে হেসে উঠবে

আপনার ঝুমগুলি

1 comment: