মুখ
২৪
ধূলি, তুমি উড়ে যাও ভেবে
কার্পাস তুলার বনে শ্লেষ
পড়ে আছে শাদা জায়মান
এইখানে আরুঢ় বিদেশ
ওগো হাওয়া দরবিগলিত
মানুষ কী চায় পরিশেষে
ক্রমাগত বিষভাঁড়
ঠেলে
পিপাসা-অতীত সানুদেশে
আমার জীবাশ্মে কোন গান
পাতাশোর ডুবে গেছে দ্রবে
নীরবতা আজো কৃষিকাজ
মাটিতে শীতের অনুভবে—
তুমি মুখ তুমি রথডানা
বাতাসে আতুর করপুট
আমার পাখায় কী যে
ভর!
সুরের গভীরে কালকূট—
দারুণ লিখেছেন।
ReplyDeleteছন্দময়তার প্রার্থিত ভবিষ্যতেই নয় শেষ, তারো গভীরে চিরকালীনে য্যানো প্রবেশ।
ReplyDelete