Pages - Menu

Wednesday, September 28, 2016

রুদ্রশংকর

এক অভদ্র স্বপ্ন 

অভদ্র এক স্বপ্ন দেখে উঠে এলাম আমি
উঠে এলাম পাথরমূর্তি,  নৈশগন্ধ মাখা
প্রতিশ্রুতি ভাঙল ঝিনুক  মুখোশে হাতছানি
ঈর্ষা করে আলগা মুঠোয় ভাঙা পিরিত রাখা
       
ভুল ঠিকানায় ধাক্কা খেয়ে আমরা দুচারজন
ধূলোর মধ্যে শুয়ে শুয়ে আঙুল চুষে খেলাম
চার রাস্তায় নিষেধ ছিল, খাঁচায় ছিল মন
বন্ধু পাওয়া শক্ত জেনে শত্রু হয়ে গেলাম

অভদ্র এক স্বপ্ন দেখে উঠে এলাম আমি
হাজার বস্তা খিদে নিয়ে হাজার ছেলে ঘোরে
তারপর এক হলুদ রোদে দেখল অসাবধানী
মানুষ একটা স্বৈরাচারী খাচ্ছে মানুষ ধরে ।



No comments:

Post a Comment