হাচিকো
অপেক্ষার অদৃশ্য সুতোয়
ঈশ্বর বুনেছেন দূরত্বের
মায়াবী মসলিন
বস্তুত জগত এক আশ্চর্য
রাত কিংবা তাঁত
ইখনাতনের জাদুকর শিস্য নয়
নাজারেথের সন্ত চিরকুমার
নয়
নয় আব্রাহামের ধ্যানী
মেষপালক
প্রভুর হাচিকোই কেবল
ঈশ্বরের সন্দেহাতীত
প্রতিনিধি
No comments:
Post a Comment