Pages - Menu

Wednesday, September 28, 2016

ইশরাত তানিয়া

রোইদ অথবা সে ধুতুরার বিষে

গাঙের ভিতরে ডাকে কুয়াশায় কালকূট বাঁশি
সোহাগ নাগিনী, আয়, হাওড়ে যেমুন দ্যাখে চাষি  
ফুটফুইট্যা সোনা রঙ কালিজিরা ধানের বাহার-
নেশা নেশা গুড়ের বাতাসা লাগে মিঠেল চুমার  
দুয়ারে লাগাইয়া কপাট কোন্‌ মন্ত্র বিষ ভস্ম করে
রূপ খুইল্যা ঢইল্যা পড়ি নাগরের বিদ্যুতের ঝড়ে।


ভরন্ত সোনার সংসারে ক্যান এত হরিণীর পরাণ?
কি কামে তয় পাতায় ডালে সুখের দুই শালিক সন্ধান?
কার লাইগা ভাত রান্ধি? কচি কুমড়ার ঝোল? এইডা কার ঘর?
কিছুই বুঝি না য্যান, আমারে চুবাইয়া মারে অন্য স্বর
কুলা-ভরা বাতাসে দুঃখের ধান উড়ে, কসম খোদার   
ভিজা দেহ বার বার রোইদে শুকাইয়া ভাবি- এই আমি কার?




No comments:

Post a Comment