পুবদেশ থেকে. ৭৮. হাঁটাপথে
গ্রহণযোগ্যতার কথা ভাবি। সুরাপেট ইয়ার্ডের
সন্ধ্যা... বৃষ্টি পড়ছে কি পড়ছে
না! নেহাতই হলুদ আলো জ্বলে আছে কিছু দূরে
দূরে।
দূরে দূরে আরাধনা... দেবীমন্দির... সুরমা
আমিও ওই আলোর মধ্যে ঢুকি
দেখি ছায়া পিছনে পড়েছে
হাঁটাচলা হবহু আমারই মতো এবং
আলোর নিকটে গেলে মুহূর্তে
দৈর্ঘ্যে ও প্রতিভায় কমে আসে তা...
পুবদেশ থেকে. ৯৩. অবসর
অনেক রঙিন
পোশাক কেনাবেচা হল
বুধ ও
শুক্রবারের হাটে
দেশের
ছুটিতে এছাড়াও ছিল
মধ্যাহ্নকালীন
ছায়া
অনেক পুকুর
ও খেজুর গাছের মধ্যে
সকালের
রোদ্দুর
ভগ্ন ও সাদা
আশ্রমের
আশেপাশে দৃশ্যত জড়ো হয়ে ছিল
অগঠিত সমস্ত
উপমা!
পুবদেশ থেকে. ৯৮. পাড়া
ফুল ছড়ানো
হয়েছে রাস্তায়
হিপ হিপ শিস
মুখে
গলিতে শিল্ড
জিতে ফিরেছে ছেলেরা
সন্ধের
মুখ...
দু-একটি ঘরে
প্রদীপ জ্বলেছে
পাটিগণিত ও
ব্যবহৃত ব্যকরণ বইতে লন্ঠনের আলো;
এমনকি পড়ায়
মন উঠে গেছে
মাস্টার
এসেছে কি আসেনি তখনও
ভালো লাগলো
ReplyDeleteখুব ভালো
ReplyDeleteখুব ভালো
ReplyDeleteখুব ভালো
ReplyDelete