Pages - Menu

Wednesday, September 28, 2016

পিয়াস মজিদ

ছায়ালেখা
আছি যখন
তখন আমার এই
নিঃশ্বাস-সভায়
তোমাকে স্বাগত।
এসে দ্যাখো
আমি তো নই
আদতে বেঁচে থাকে
এক হৃৎচড়ই।
একলা থাকতে থাকতে
নৈঃসঙ্গ্য যখন তার
রুমমেট খোঁজে
তখন বিনা ভাড়ায় হলেও
তুমি সেই চড়ইয়ের জন্য
একটু জায়গা ছেড়ে দিও।

বেঁচে থাকা তো
একে অপরকে একটু স্পেস দেয়াও...






1 comment: