এক্সপোজার
রুমালের ত্বকে লেগে আছে শুকনো আর্দ্রতা
আঁটোসাঁটো অনুভূতি ঘিরে রেখে
নিরন্তর ছুঁই মাছ না ছুঁই পানি
দেয়ালেরও কান থাকে জেনেছি শৈশবে
কিচ্ছু না- মেঝে বরাবর কয়েকটি জলছাপ
বালতি থেকে ছলকে পড়ছে জল...
জুম
কথার মারপ্যাঁচে ক্ষুরধার যুক্তি
কব্জির নাগালে নিঃসংকোচে
চেপে ধরছো প্রতি মুহূর্তকে
কিছু ছাড়া যাবেনা
বুঝে নিতে হবে কড়ায়গণ্ডায় সব হিসেব
তোমার মাড়ি ফাটিয়ে
মাথা তুলে দাঁড়াচ্ছে দশটি বিষদাঁত
টের পাচ্ছ হে অতিসক্রিয়,
খাল কাটছে আসন্ন ছন্দপতন?
ফোকাস
ভীষণ ভালো লাগে
বৃষ্টির কোলে ঝাঁকিয়ে নিতে নিজেকে
কখনো বলিনা অজুহাতবশত
ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছি
মৃদু অভিযোগ করো প্রায়শই
ধুলোর জায়গায় ধুলো রয়ে গেছে
বাড়ির পরিচারিকার হঠকারিতা
অথবা নিছকই ফাঁকি
আমি পাল্টা প্রশ্ন ভাসাই
শৃঙ্খলের মেঘ নিংড়ে
আয়নার সামনে শেষ কবে দাঁড়িয়েছো ?
সাটারস্পিড
যে দৃষ্টিবিনিময় জুড়ে লেগে থাকে উত্তপ্ত ধারাপাত
তার স্প্লিট-সেকেন্ড রিএকশন ধরতে
মুছে ফেলছো তোমার দু-চোখের কাজল
চোখের কোণ
সে আজ তোমার বাড়িওয়ালা
তাজা পালকের বিনোদন গিলে
রেজোলিউশন
অমীমাংসিত খেলার শেষে থাকে উষ্ণ করমর্দন
আমার ক্লাস সেভেনের মরাল সায়েন্সের বই
থেকে উঠে আসে কিছু অক্ষরেরা
"এভেরিথিংস ফেয়ার ইন লাভ এইন্ড ওয়ার"
শূন্যে ছুড়ে দেয়া টসের কয়েন
হারিয়ে যায় কখনো নিজেস্ব নিয়মে
আজ যেমন...
এসো সহৃদয় হাইফাইভ,
একটি সেলফির পর্দায় বেঁচে থাকুক
আমাদের আবরণহীন কুশল বিনিময়
এইমেগাপিক্সেল সিরিজে অনেকগুলো সুন্দর সুন্দর লাইন আছে যা আমার হৃদয় ছুঁয়ে হেঁটে গেছে ভাবনার বাড়িতে
ReplyDelete