• গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায় ও তুষ্টি ভট্টাচার্য
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।

  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস
  • ধারাবাহিক উপন্যাস


    বঙ্কিমচন্দ্র


    অর্জুন বন্দ্যোপাধ্যায় প্রণীত

Wednesday, September 28, 2016

দীপ রায়

মেগাপিক্সেল সিরিজ

এক্সপোজার

রুমালের ত্বকে লেগে আছে শুকনো আর্দ্রতা
আঁটোসাঁটো অনুভূতি ঘিরে রেখে
নিরন্তর ছুঁই মাছ না ছুঁই পানি
দেয়ালেরও কান থাকে জেনেছি শৈশবে
কিচ্ছু না- মেঝে বরাবর কয়েকটি জলছাপ
বালতি থেকে ছলকে পড়ছে জল...


জুম

কথার মারপ্যাঁচে ক্ষুরধার যুক্তি
কব্জির নাগালে নিঃসংকোচে
  চেপে ধরছো প্রতি মুহূর্তকে
কিছু ছাড়া যাবেনা
বুঝে নিতে হবে কড়ায়গণ্ডায় সব হিসেব
তোমার মাড়ি ফাটিয়ে
মাথা তুলে দাঁড়াচ্ছে দশটি বিষদাঁত
টের পাচ্ছ হে অতিসক্রিয়,
খাল কাটছে আসন্ন ছন্দপতন?


ফোকাস

ভীষণ ভালো লাগে
বৃষ্টির কোলে ঝাঁকিয়ে নিতে নিজেকে
কখনো বলিনা অজুহাতব
ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছি
মৃদু অভিযোগ করো প্রায়শই
ধুলোর জায়গায় ধুলো রয়ে গেছে
বাড়ির পরিচারিকার হঠকারিতা
   অথবা নিছকই ফাঁকি
আমি পাল্টা প্রশ্ন ভাসাই
শৃঙ্খলের মেঘ নিংড়ে
আয়নার সামনে শেষ কবে দাঁড়িয়েছো ?

                                                

সাটারস্পিড

যে দৃষ্টিবিনিময় জুড়ে লেগে থাকে উত্তপ্ত ধারাপাত
তার স্প্লিট-সেকেন্ড রিএকশন ধরতে
মুছে ফেলছো তোমার দু-চোখের কাজল
চোখের কোণ
সে আজ তোমার বাড়িওয়ালা
তাজা পালকের বিনোদন গিলে



রেজোলিউশন

অমীমাংসিত খেলার শেষে থাকে উষ্ণ করমর্দন
আমার ক্লাস সেভেনের মরাল সায়েন্সের বই
  থেকে উঠে আসে কিছু অক্ষরেরা
"
এভেরিথিংস ফেয়ার ইন লাভ এইন্ড ওয়ার"
শূন্যে ছুড়ে দেয়া টসের কয়েন
  হারিয়ে যায় কখনো নিজেস্ব নিয়মে
আজ যেমন...
এসো সহৃদয় হাইফাইভ,
একটি সেলফির পর্দায় বেঁচে থাকুক
আমাদের আবরণহীন কুশল বিনিময়



My Blogger Tricks

1 comment:

  1. এইমেগাপিক্সেল সিরিজে অনেকগুলো সুন্দর সুন্দর লাইন আছে যা আমার হৃদয় ছুঁয়ে হেঁটে গেছে ভাবনার বাড়িতে

    ReplyDelete