• গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায় ও তুষ্টি ভট্টাচার্য
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।

  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস
  • ধারাবাহিক উপন্যাস


    বঙ্কিমচন্দ্র


    অর্জুন বন্দ্যোপাধ্যায় প্রণীত

Wednesday, September 28, 2016

ধীমান চক্রবর্তী

নিকানো

বাড়ির সামনে দিয়ে চলে যায়নি
                            সাদা কাচের নদী
সারিয়ে নিলাম ভাঙা চশমা
রঙের পিঠে হাত বুলিয়ে তাকে নিরাময়ে আনি
                                            একঝাঁক চিঠি
উড়ছে এয়ারোড্রোমের সন্ধেবেলায়
সারা জীবনেও নতুন জমানো কারোর খবর
কোনও নক্ষত্র বা হলুদ পাতার কাছে 
                                          পৌঁছে দিইনি
ওখানেই তো মাধ্যাকর্ষণের শেষ
খুল যা সিমসিম গান গেয়ে
                            সূচ ও সুতো
আধখোলা চোখে দেখে নিজের ভবিষ্যত
মাউস-বৃক্ষ থেকে ইঁদুর নেমে
অনুবাদ করে কমপিউটরের মরচেগুলো
                                 রাত্রিবেলা সরসবতী
বৃষ্টি মেখে শরীর ধুচ্ছে শরীর থেকে


প্রস্তাবনা 

বালিকা জলের কাছে
চুল ছড়িয়ে দিলে চাঁদ ও কুঠার উঠে আসে
বাংলাশব্দের এই থ্যাঁতলানো টিকটিকি
                                     অস্পষ্ট জল
তা কি নিজেরই ইচ্ছায়?
উড়ে আসে একে একে
টেবলে জড়ো হচ্ছে, রূপকথার মিথ্যে ছায়ারা
                                     গোলাবাড়ির প্রতিধবনি 
এবং স্কুলিং-ও তাহলে শেষতক এলো!
দ্বিতীয় পৃথিবীতে ভালোবাসা শুরু হয়
                                    মা শুরু হয়
পুরানো দিনের গান গাইতে গাইতে
শুঁয়োপোকা ওষুধের দোকান খোলে
সারাদিন হাঁটার পর একোরিয়ামে মাছ
                                     জুতো খুলছে
সকালবেলা অলক্ষ্মী
লাবণ্য লাবণ্য বলে ডাকছে পৃথিবীর শূন্যগুলিকে





My Blogger Tricks

2 comments:

  1. সাদা কাচের নদীর সামনে লাবণ্যকে লাবণ্য বলে ডাকলাম, আর লাবণ্যই উড়ে আসল একে একে ... অসাধারণ :)

    ReplyDelete
  2. প্রস্তাবনা ...খুব ভালো লেগেছে

    ReplyDelete