কিছুই করার নেই। শেষ ফোঁটাটুকু শুষে নিয়ে
ঘাতকের চোখে দেখি ঘৃণা
অনর্থক এই ওঁত-পেতে থাকা, অনিদ্রার ফুসকুড়ি
অকালে প্রস্থান
লাবণ্য জোটে না গলিপথে, শুশ্রূষাও দূরের বিস্ময়
এক গায়কের গলা থেকে গান কেড়ে
অন্য কেউ গেয়ে যায়, উচ্চ নাদে—মোটেও কাঁপে না সুর
তবলার চাটি ঘন হয়
ও গো সেতারের ঝালা, আমার অসুখ হলে
তুমিও শিয়রে থেকো, সাথে এনো আপেল আঙুর
বড়ো পুষ্টিহীন, গরীব দেশের লোক
তবু পথে রক্ত ঝরে যায়
0 comments:
Post a Comment