Wednesday, September 28, 2016
চট্টমেট্রো-গ ২০০৩
ব্যথা জমছে।
অরণ্যের ফাঁদে ইসকুল আর ব্যথা পাশাপাশি জমছে।
আরও দূরে বসন্ত পেরিয়ে শীতের দিকে চলে গেলো বাদামি ট্যাক্সিক্যাব (চট্টমেট্রো-গ ২০০৩)।
কনক, তুমি সিন্দাবাদ হলে আমি টিপু সুলতান। ‘আইসো কিরিস্তান খেলি’। দুই নায়কের কেউ যে আর হারে না! তখনও পাহাড়ের ঢালুতে রহস্যময়ী কিলিমাঞ্জারোর গল্প।
শহরের দিকে যে ট্যাক্সিক্যাব চলে গেছে, কখনো ফিরে আসেনি।
Subscribe to:
Post Comments (Atom)
শহরের দিকে যে ট্যাক্সিক্যাব চলে গেছে, কখনো ফিরে আসেনি।
ReplyDeleteবারবার পড়ার মত না; একবার পড়েই সারাজীবনের মত মনে রাখার মত কথা।
শহরের দিকে যে ট্যাক্সিক্যাব চলে গেছে, কখনো ফিরে আসেনি।
ReplyDeleteবারবার পড়ার মত না; একবার পড়েই সারাজীবনের মত মনে রাখার মত কথা।