মূর্তিমান তুমি; সব ছাপিয়ে যখন টইটুম্বুর ভালবাসায়।
Wednesday, September 28, 2016
বলে ওঠো; ঈশ্বর তোমার পরাজয়
মূর্তিমান তুমি; সব ছাপিয়ে যখন টইটুম্বুর ভালবাসায়।
আমায়...!
সূর্যটাকে ঢেকে;
প্রচণ্ড প্রতাপে
সমস্ত ছায়াপথ; ভালবাসাহীন পৃথিবীকে
চেঁচিয়ে বলি,
মানুষের কাজ একটাই,
ভালবাসাই।
ভালোবাসো।
ভালোবাসার জন্যে।
শুধুই ভালবাসা দিয়ে
চোখ বন্ধ করো; ধ্যানে
খুলে দেখা; অপেক্ষাতে
সাতশো কোটি ভালবাসা; রক্তলাল গোলাপ নিয়ে
মাঝখানে তুমি; আছে ওঁরা ঘিরে।
যদি বল অসম্ভব
বলি সম্ভব
আরও বলি ওটাই একমাত্র
পথ।
(মানুষ জন্মেই মানুষ
জন্মের পর কে বানায়
অমানুষ)
জন্মেই মানুষ অমানুষ নয়
মানুষ মানুষ হয়, জন্মেই যদি ভালবাসা পায়।
প্রতিনিয়ত
ভাবো বাঁধবে আঙুলের
ছাপে।
অহংকারী
তথ্যপ্রযুক্তি নিয়ে; একবার দ্যাখো ভালবেসে!
উচ্চেঃস্বরে…
দাঁড়িয়ে ঈশ্বরের বৃদ্ধা
আঙুলের চূড়ায়
বলে
ওঠো; ঈশ্বর
তোমার পরাজয়।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment