Wednesday, September 28, 2016
বদলানো
গারবেইজ বিনের পাশে
একটা ভাঙাচোরা লনমোয়ার
পড়ে আছে
এইখান থেকে কবিতা শুরু
হয়
আমরা থেমে থাকি
বৃষ্টি পড়ছে
বদলে যাচ্ছে বেলমন্ট স্ট্রিট
স্টেরিও বাজানো টিনেজার
পেরিয়ে গেলো বিকেলের ট্র্যাফিক
প্যাসেঞ্জার সিটে
একটা কুকুর
তুলতুলে, সুখী চেহারার
কোনো তাড়া নাই আমার
আমি বৃষ্টিতে ভিজছি
আমরাও বৃষ্টিতে ভিজছি
আমার চেহারাগুলো
ভাঙা
আয়নায়
বৃষ্টি হচ্ছে
উইন্ডশিল্ড ভেঙে, চেহারায়
ট্রমা
স্টেরিও বাজাচ্ছে ওরা
আমার চেহারাগুলো খুব বদলে
যেতে থাকে
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment