স্টুডিওর ভিত্রে, পিকনিকে বা পারিবারিক সিরিমোনিতে
আব্বার লগে একবারও ফটো তুলতে খাড়াইতে পারি নাই
সেলফি-টেলফিও তুলি নাই কোনদিন
ফেইসবুকে দিমু আব্বার লগে এমন ফটো আমার নাই
কলবের ভিত্রে আব্বার একটা ফটো তুইলা রাখসি
চোখ বন্ধ কইরা সময়-অসময়ে ওই ফটোটা দেখি
আমারে ঘিরা কই থিকা জানি আদর নাইমা আসে
খালি পায়ে মমিসিং-তে বান্দরবান ঘুইরা আসা মানুষ
আমার বাপ; তার লগে বিধিবৎ ফটো আজও তুলি নাই
0 comments:
Post a Comment